কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: সোমবার, ১০ আগস্ট, ২০১৫ এ ১০:১৭ PM

ইলেক্ট্রনিক পেমেন্ট সিস্টেম পদ্ধতি প্রবর্তনের লক্ষ্যে বাংলাদেশ পর্যটন করপোরেশন ও ডাচ্ বাংলা ব্যাংক-এর মধ্যে দ্বি-পাক্ষিক সমঝোতা চুক্তি স্বাক্ষর।

কন্টেন্ট: খবর প্রকাশের তারিখ: ২৪-১২-২০১৪ আর্কাইভ তারিখ: ০১-০১-২০৩১

এখন থেকে বাংলাদেশ পর্যটন করপোরেশন এর সকল হোটেল, মোটেল ও রেস্তোরাঁয় সেবা গ্রহণকারী অতিথিগন বিশ্বের ব্যবহৃত যেকোন পেমেন্ট কার্ডের মাধ্যমে তাদের সমস্ত বিল পরিশোধ করতে পারবেন। সম্প্রতি এ বিষয়ক একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় সংস্থারটির হোটেল অবকাশ এর মালঞ্চ রেস্তোরাঁতে । উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ পর্যটন করপোরেশন এর পক্ষে স্বাক্ষর করেন মহা-ব্যবস্থাপক (বাণিজ্যিক) জনাব মোঃ ফয়সাল শাহ্ এবং ডাচ বাংলা ব্যাংক লিঃ এর পক্ষে হেড অব পারসোনাল ব্যাংকিং ডিভিশন জনাব মোঃ কামরুজ্জামান। সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পর্যটন করপোরেশ এর চেয়ারম্যান জনাব অপরূপ চৌধুরী পি,এইচডি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাচ বাংলা ব্যাংক লিঃ এর উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব আবুল কাসেম মোঃ শিরিন। এছাড়াও উক্ত সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ পর্যটন করপোরেশ ও ডাচ বাংলা ব্যাংক লিঃ এর উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন